রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের পাঁচরাস্তায় একটি রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, এসএমই ফাউন্ডেশনে সহকারী ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, জামালপুর হস্তশিল্প এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. শাহিনুর আলম, ট্রেইনার কাজী আশরাফুল হক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীতে কোনো মানুষ কাজ না করে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই চাকরির পেছনে সময় নষ্ট না করে, নিজে কিছু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানানো হয়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর আয়োজনে এবং জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ ৫ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণে বিভিন্ন পাটজাত পণ্য তৈরি করার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)