মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ৩ দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে এ বইমেলা ও পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা ও পিঠা উৎসব চলবে। 

বইমেলা ও পিঠা উৎসব এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহেল কাফী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, থানার পরিদর্শক বোরহান উল ইসলাম, সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বইমেলা উপলক্ষে-২০টি স্টল স্থান পেয়েছে।বই পিঠাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টল গুলোতে পাওয়া যাচ্ছে। অনেক দিন পর এ ধরনের একটা আয়োজন করায় উপজেলা সকল শ্রেণী পেশার মানুষ আনন্দিত।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জানান, ইতিহাস ঐতিহ্য ভরা মহম্মদপুরে শিল্প সাংস্কৃতিক চর্চার জন্য এধরনের আয়োজন করা হয়েছে।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)