শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : পিতা তোমার মঞ্চে আজিকে, আমার সকল সমার্পন/তোমার আকাঙ্খার প্রদীপ জ্বেলে, যেনো যেতে পারি জনম জনম......ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশের সর্ব বৃহত্তম প্রশাসনিক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল  ‘পিতা’ এবং ‘মুজিব মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল পাঁচ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল 'পিতা' এবং 'মুজিব মঞ্চ' এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান এমপি।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ, মিসেস ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জাতির জনক কে ম্যুরাল এর মাধ্যমে চিরঞ্জীব করে ফুটিয়ে তোলার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান কাটিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।

(এসএফ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)