প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নে মজলিশপুর সার্বজনীন রাধাকৃষ্ণ সেবাশ্রমে ৩৬ তম বার্ষিকী ও ৮ দিনব্যাপী, সনাতন ধর্মীয় ভাগবত পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন ভাগবত পাঠক স্বপন কুমার গোস্বামী ও শরণ চক্রবর্তী।মহানামে অংশগ্রহণ করেন

শান্তি নিকেতন সেবা সংঘ,আদি রামকৃষ্ণ সম্প্রদায়,শিব শংকর সম্প্রদায়,ব্রজের রাখাল সম্প্রদায়,বৃন্দাবন সম্প্রদায়,কৃষ্ণভক্ত সুধা মা সম্প্রদায় , ভক্ত হরিদাস সম্প্রদায় , মা প্রতিমা সম্প্রদায়।

এ অনুষ্ঠানটিতে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত হন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান। মন্দিরের সভাপতি রঙ্গেশ্বর বিশ্বাস,অনন্য বিশ্বাস,সফর সঙ্গী কাজী জাফর, পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজুর রহমান মল্লিক, ছাত্রলীগ নেতা কাজী তানভীর সহ অন্যান্য প্রমুখ।

মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকার জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বলেন, এখানে ৫০০ মৎস্যজীবী পরিবারের বসবাস ,যেকোনো সময় যেকোনো অসুবিধায় আমি তাদের পাশে আছি।সনাতন ধর্মের দুর্গাপূজা নামযজ্ঞ অনুষ্ঠানসহ সকল অনুষ্ঠান যেমন সার্বজনীন হয়।আমরা যেন এসে এই অনুষ্ঠানগুলো প্রাণবন্ত করে তুলি। সবাইকে আসার আহ্বান জানান।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৪)