রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রাথম প্রহরেই ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী, এমপি, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত বারোটা এক মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি, ফরিদপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে আজাদ ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান প্রমুখ। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসন, ফরিদপুরের পুলিশ প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমুহ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠন, আবাহনী ক্রীড়াচক্র, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর টাউন থিয়েটার, ফরিদপুর জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন ফরিদপুর, সড়ক ও জনপদ বিভাগ, জয় নারী কল্যাণ সমিতি, বাংলা থিয়েটার, গণপূর্ত বিভাগ, খেলাঘর, ফরিদপুর ‌নিউ মার্কেট, ফরিদপুর থিয়েটার, শহীদ সুফি ক্লাব, ডিপ্লোমা ইনস্টিটিউট অফ বাংলাদেশ, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলা থিয়েটার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজসহ অন্যান্য সংগঠন ও সর্বস্তরের মানুষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উৎপাদন উপলক্ষ্যে শহীদ মিনারসহ সারা ফরিদপুর ছিলো নিরাপত্তার চাদরে ঘেরা।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৪)