নড়াইল প্রতিনিধি :নড়াইলে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং  ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় দুই শতাধিক যানবাহনের লাইসেন্স, রেজিষ্ট্রেশন ও ফিটনেস সহ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে যশোর-কালনা সড়কের নড়াইলের এসএম সুলতান সেতু এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বিআরটিএ যশোরের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

(টিএআর/এসসি/নভেম্বর১৩,২০১৪)