মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে সুবর্ণচর উপজেলা চরজব্বর ইউনিয়নের চেওয়াখালি বাজার সংলগ্ন জাহাজমারা মডেল দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠানের আয়োজন করে জাহাজ মারা মডেল মাদ্রাসা।

জাহাজমারা মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আরমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, ইউপি সদস্য নুরুল আলম জিকু, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য তানভির হোসেন সোহেল, চর জুবিলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন বাবলু,

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক রফিক উল্যাহসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সকাল থেকে ১০০ মিটার দৌঁড়, হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা, মেধা পরিক্ষা, বস্তা খেলাসহ একাধিক খেলায় অংশ গ্রহন করে মাদ্রাসার শিক্ষার্থীরা, অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৪)