অপেক্ষা

সাত সকালে রাস্তায় দেখে
নয়নতারা বললো
কোথায় যাও?
আলো আঁধারে!
বললাম প্রভাতফেরীতে।
হাতে আমার একগুচ্ছ রজনীগন্ধা।
নয়নতারা বললো, আমায় সাথে নিবে?
তুলে নিলাম তাকে।
সজনে ফুলে নুয়ে পড়া ডালটা
ছুঁয়ে দিল গাল।
বললাম যাবে!
সঙ্গী হলো না সে।
বললো সজনে ডাঁটা হতে হবে আমায়।
ডালের বড়ির সাথে সখ্য করে
অপেক্ষা করবো মা’র সাথে।
খোকা তার ফিরবে...