যশোর প্রতিনিধি : গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের দায়ে জাহিদ হোসেন মিলনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন।

এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মোঃ জাহিদ হোসেন মিলন, প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যশোর জেলা শাখা। আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থি ও শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের প্রমাণ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা বিনষ্ট করেছে।

অতএব, গঠনতন্ত্রের ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশক্রমে আপনাকে (মোঃ জাহিদ হোসেন মিলন, প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যশোর জেলা শাখা) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনকে মদ্যপ অবস্থায় আটক করে জেল হাজতে পাঠিয়েছে জেলা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

(এসএমএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৪)