মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতার সমর্থক দু’গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।

দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিকের সমর্থক দু’গ্রুপে চরডুমুরিয়া গ্রামে ওই ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়ারদৌস হাসান এ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী চরডুমুরিয়া গ্রামে দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ সময় গ্রামের দু’প্রান্তে অবস্থান নিয়ে দু’গ্রুপের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে বিবদমান দু’গ্রুপের সমর্থকরা পালিয়ে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৪, ২০১৪)