ঈশ্বরদী প্রতিনিধি : ‘ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজে কোন অনিয়ম করা যাবে না। সিডিউল অনুযায়ী কাজ করতে হবে। প্রকৌশল বিভাগকে কাজ সঠিকভাবে বুঝে নিতে হবে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরিষদ চত্বরে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা -৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ একথা বলেছেন।

এমপি গালিব শরীফ ঈশ্বরদী উপজেলার সকল কাঁচা রাস্তা পাকা করণের নিমিত্তে প্রকল্প গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার জন্য দীর্ঘমেয়াদে বড় বড় প্রকল্পে অর্থ বরাদ্দ করছেন। এসব কাজ যাতে ত্রুটিপূর্ণ না হয় সেজন্য সজাগ থাকতে হবে।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী এনামুল কবীর।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

প্রায় সাত কোটি সাতচল্লিশ লাখ টাকা চুক্তি মূল্যে চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ হবে বলে প্রকৌশল বিভাগ জানিয়েছে।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)