শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে আজ দুপুরে ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন শ্রমিক সমাবেশের আয়োজন করে। এ সভা থেকে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হয়। এ সমাবেশে বিভিন্ন চা বাগানের প্রায় দশ হাজারের অধিক শ্রমিক এতে যোগদান করেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রামভজন কৈরী, উপদেষ্টা পরাগ বারই, সংগঠনিক সম্পাদক বিজয় বুনার্জী, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা প্রমুখ।

আগামী ৪ মে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ। ৬ দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ২১ মে থেকে চা শ্রমিকদের কর্মবিরতি। ছয় দফা দাবিগুলো হচ্ছেÑ অবিলম্বে ইউনিয়নের নির্বাচন দিতে হবে। ত্রিশ দিনের মধ্যে যদি নির্বাচনের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া হয় তবে বর্তমান কমিটিকে বৈধ ঘোষণা করতে হবে, যাতে করে তারা শ্রমিকদের স্বার্থ নিয়ে মালিকপক্ষের সাথে বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করতে পারে। চা শ্রমিকদের ভূমি কেড়ে নেয়া বন্ধ করতে হবে এবং যে সকল শ্রমিকদের ভূমি ইতোমধ্যে কেড়ে নেয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। বৈষম্যমূলক শ্রম আইন সংশোধন করতে হবে। চা শ্রমিক কল্যাণ ট্রান্সের শিক্ষাবৃত্তি পুনরায় চালু করতে হবে।
(টিভি/এএস/মে ০১, ২০১৪)