স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের  তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে। ব্যাটিংয়ে নেমেছে দ্বিতীয় দিনের ২ অপরাজিত ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৩ রানে জবাবে জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১১৩ রান করেছে।

এই রিপোর্ট লেখা পযন্ত জিম্বাবুয়ে ১ উইকেট হারিয়ে করেছে ১৬১ রান। ক্রিজে ব্যাটিং করছেন সিকান্দার রাজা (৭৫) ও মাসাকাদাজা (৭৮) রানে।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুলের জোড়া শতকে ৫০৩ রান করেছে বাংলাদেশ। চট্টগ্রামের মাটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। একই সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। তামিম ১০৯, ইমরুল ১৩০ রান করেছেন । এছাড়া সাকিব ৭১ ও রুবেল হোসেন ৪৫ রান করেছেন।

উল্লেখ্য, প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে ২টি পরিবর্তন ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন।

উল্লেখ্য, ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ইতোমধ্যে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতমবামি, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, শিঙ্গি মাসাকাদজা।

(ওএস/এইচআর/নভেম্বর ১৪, ২০১৪)