রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনী  সড়কের নওয়াপাড়া আব্দুল জলিলের বাড়ির সামনে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে  দুইজন নারী ওমরা হ্বজযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের মৃত আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হজ পালনের জন্য ফজিলা খাতুন ও আছিয়া খাতুন শুক্রবার ভোরে ইজিবাইক যোগে বাড়ি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে তাদের বহনকৃত ইজিবাইক নওয়াপাড়ার আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা মাছ বহনকারী পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। স্থানীয়রা আশাশুনি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মারাত্মক আহত আছিয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ইজিবাইকে থাকা একই এলাকার অপর তিন হ্বজযাত্রী আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন, আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ুন কবির ও ইজিবাইক চালক ফজর আলী আহত হন। তাদের সকলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপপরিদর্শক মহিদের নেতৃত্বে থানা পুলিশ পৌছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করেন। লিখিত কোন অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)