একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া হরি পদ্মলোচন ঠাকুরের ২৯০ তম তিরোধান তিথি স্মরণে গঙ্গাস্নান, মহানাযজ্ঞ ও ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি শনিবার ভোর থেকে জামালপুর হরিঠাকুর অঙ্গনে অত্র এলাকার ভক্তবৃন্দের আয়োজনে গঙ্গাস্নান শুরু হয়েছে। গঙ্গাস্নানে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগোম ঘটে।

ঠাকুর বাড়ির দিঘিতে ফুল-দূর্বা-বেলাপাতা দিয়ে গঙ্গাস্নান করেন এসব ভক্তরা।

সন্ধ্যায় গঙ্গাস্নান শেষ হবে। সোমবার অরুণোদয় হতে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হবে। এসব অনুষ্ঠান উপলক্ষে হরিঠাকুর অঙ্গনে ১০ দিনব্যাপী মেলা বসছে।

গঙ্গাস্নান কমিটি সভাপতি পরিমল কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস জানায়, প্রতি বছরের ন্যায় এবারে নলিয়া শ্রী শ্রী পদ্মলোচন ঠাকুরের তীরোধান উপলক্ষ্যে গঙ্গাস্না , মহানামজ ও মেলার আয়োজন করা হয়েছে আশা করছি সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ ভাবে শেষ হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)