সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট ৪ আসনের এমপি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিস্যৎ। সুশিক্ষিত জতি গঠন ও স্মার্ট দেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। এজন্য দেশকে উন্নয়ন অগ্রগতির ধারায় আরো এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, বরাদ্দও রেখেছে। 

আজ শনিবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রী কলেজের বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১৪ জন শিক্ষকসহ কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সোহাগ আরও বলেন, শিক্ষাকতা করতে করতে বয়স সীমার কারনে শিক্ষকরা অবসরে গেলেও তারা সুশিক্ষিত জাতি গঠনে আমৃত্যু অবদান রাখেন। এই কলেজের সাবেক ছাত্র, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও এলাকার এমপি হিসেবে আমি আমার শিক্ষকদের আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দিতে পেরে নিজেকে ধ্যন্য মনে করছি।

সেলিমাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে কলেজের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আলী আকবর, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. শাই ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারন সম্পাদক এম এমদাদুল হকসহ করেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সেলিমাবাদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, সাবেক অধ্যক্ষ দেবনাথ অশোক কুমার, অরুন কুমার চক্রবর্ত্তী, মল্লিক তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন, চৈতন্য কুমার দাম, মনি মোহন বালা, সৌমেন্দ্র নাথ মন্ডল, শেখ নাসির উদ্দিন, বলাই কৃঞ্চ হালদার, দাম সুশান্ত কুমার, এস এম দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মো. ইউসুফ আলী খানসহ বিভিন্ন সময়ে অবসারে যাওয়া ১৪ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)