সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে এক জুয়েলারী ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার ১৩ ঘন্টা পরে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চরে সাইকেলটি সন্ধান মেলে। এর আগে শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা সদরের সেরেস্তাদারবাড়ি এলাকায় সড়কে ব্যারিকেট দিয়ে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

জুয়েলারী ব্যবসায়ী মিলন কর্মকার জানান, প্রতিদিনের মতো, শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলা সদরে জুয়েলারী বন্ধ করে মোটরসাইল যোগে বাসায় ফেরার পথে সেরেস্তাদারবাড়ি এলাকা সড়কে ব্যারিকেট দিয়ে ছিনতাইকারীরা তাকে মারপিট করে ৩টি ব্যাগে রাখা ১৬০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেলটি নিয়ে নিয়ে পালিয়ে যায়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, ছিনতাই ঘটনার পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জুয়েলারী ব্যবসায়ীর ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে সকালে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত ও লুন্ঠিত স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)