স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে ফের ছুরিকাঘাতে একজন স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম চয়ন দাস (১৬)। সে শহরের চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে। নিহত চয়ন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

প্রাথমিক ভাবে জানা গেছে জানা গেছে, ববিবার রাত ১ টার সময় নামযজ্ঞের অনুষ্ঠান থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত তিন বন্ধুকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সে নিহত হয়। শহরের শানতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় চয়ন দাশ বন্ধুদের সাথে ঝিকরগাছা নামযজ্ঞ দেখতে যায়। সেখানে শানতলা এলাকার একদল কিশোর গ্যাং এর সাথে তাদের বিরোধ হয়। কথা কাটাকাটির এক পর্যায় দুর্বৃত্তরা চয়নের বন্ধু স্বাধীন, জীবন ও দীপ্তকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১১ টার দিকে আহত বন্ধুদের দেখতে চয়নসহ বেশ কয়েকজন সিএনজি ভাড়া করে যশোর জেনারেল হাসপাতালে আসেন। তাদের দেখে একই সিএনজিতে রাত সাড়ে ১২ টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শানতলায় একজনকে নামাতে সিএনজি দাড়ালে একদল অজ্ঞাত সন্ত্রাসী চয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক অমিত জানান, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সন্দেহভাজন ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)