কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দৌলতপুরের কাছে শুক্রবার ভোর ৪টার দিকে একটি কাভার্ডভ্যান উল্টে গেলে মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  শুক্রবার সকাল ৬টা থেকে কুমিল্লা  ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দি উপজেলার গোমতি সেতু পেরিয়ে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র  যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আসাদুজ্জামান আসাদ জানান, ভোররাতে উপজেলার দৌলতপুরের নিকট চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাঝে উল্টে গেলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের রেকার দিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে এক পাশে সরিয়ে নিলে যানবাহন চলাচল চালু হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. লিটন বলেন, সারা দেশে যখন ফিটনেসবিহীন গাড়িতে অভিযান চলছে তখন চালকরা দিনের বেলায় গাড়ি না চালিয়ে রাত হলেই মহাসড়কে হাজার হাজার ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের প্রতিযোগিতা শুরু করে।

একদিকে সড়ক দুর্ঘটনা অপরদিকে ফিটনেসবিহীন পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৪, ২০১৪)