স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : সরকার দেশের সব জেলা-উপজেলার হাসপাতাল স্বাবলম্বী করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা বাংলাদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেওয়া। লক্ষ্য একটাই, যদি প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলার হাসপাতালকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় তাহলে গ্রামের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চট্টগ্রামসহ বড় বড় শহরে ভিড় করবে না।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন, যাতে কোনো রোগী ভুল চিকিৎসার শিকার না হন।’

গ্রামে চিকিৎসক না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।’

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহাসহ অন্য কর্মকর্তারা।

(এসএএম/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০২৪)