স্পোর্টস ডেস্ক, ঢাকা : এরিক আবিদাল ২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে মোনাকোতে পাড়ি জমান। ফরাসি এই ক্লাবটির হয়ে ২৬টি ম্যাচ খেলেন তিনি। এরপর চলমান মৌসুমে যোগ দেন গ্রিসের ক্লাব অলিম্পিকোসে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, আবিদাল নাকি ফের বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। কিন্তু ফরাসি এই ডিফেন্ডার তার সাবেক ক্লাবটিতে ফেরার গুঞ্জনটি উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আবারো তিনি বার্সেলোনায় ফিরছেন এমন খবর সত্য নয়।

বার্সেলোনা থেকে আবিদালের বিদায়টা ছিল আবেগঘন। লিভার সংস্থাপনের পর কাতালান ক্লাবটি তার সঙ্গে আর চুক্তি করতে রাজি হয়নি। যে কারণে ক্লাব ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

আবিদালের দাবি, সেই রোগ থেকে সেরে উঠতে বার্সা তাকে সহযোগিতা করেনি! নির্মম নিষ্ঠুরতার কষাঘাতে পিষ্ট হন আবিদাল?

কয়েক দিন আগে ফুটবলবিশ্বে গুঞ্জন ছড়িয়েছে, ফের বার্সেলোনায় চুক্তিবদ্ধ হচ্ছেন আবিদাল। কিন্তু চুক্তির বিষয়ে গুঞ্জনটি উড়িয়ে দিয়ে ফরাসি এই ডিফেন্ডার বলেন, ‘আমি আবারো বার্সেলোনায় যোগ দিচ্ছি, এ কথার ভিত্তি নেই। আমার সম্পর্কে যা বলা হচ্ছে তাতে করে আমি রীতিমতো বিরক্ত। বার্সেলোনায় আমার বাড়ি রয়েছে। আর সে কারণেই আমার এখানে আসা।’

(ওএস/পি/নভেম্বর ১৪, ২০১৪)