বরগুনা প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ১৫ নভেম্বর শনিবার। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী নবীন প্রবীনের সমন্বয়ে নতুন কমিটি হবে বলে প্রত্যাশা দলের কর্মীদের।

২০০৫ সালের ১৮মে সর্বশেষ বরগুনা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য, বর্তমান সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারন সম্পাদক হিসেবে বর্তমান জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব জাহাঙ্গীর কবির। দীর্ঘ ২২ বছর পর্যন্ত সভাপতি সম্পাদক পদে এই দুইজন দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সম্মেলনকে ঘিরে জেলার নেতৃত্ব পেতে নেতৃবৃন্দ তৃণমুল থেকে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাঁপ ও জোর লবিং শুরু করেছে। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এবার সম্মেলন কেমন হবে সেটি নিয়ে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে।

(এমএইচ/পি/নভেম্বর ১৪, ২০১৪)