শৈলকুপায় আব্দুল হাই এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সিদ্দিকা উকীল নূরানী ইসলামীয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়ার আয়োজন করে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় সংগঠনের সভাপতি মো. উজ্জল আলী, সহসভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক আরজু খান, রাব্বী হোসেন, সদস্য জাহিদুল, আরিফ, দিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে ওই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের এতেম আলীর মেয়ে মাছুমা খাতুন (১৯) নামের প্রতিবন্ধী এক তরুণীকে হুইল চেয়ার ও পুরাতন বাখরবা উত্তরপাড়া জামে মসজিদে সংগঠনের পক্ষ থেকে একটি টিউবওয়েল উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায়, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সংগঠনের সভাপতি প্রভাষক উজ্জল আলীর নিজস্ব অর্থায়নে প্রতিনিয়ত বিভিন্ন মানবিক সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। সংগঠনটির কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)