কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালত কুদরত আলী (২৫) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আছের আলী মন্ডলের ছেলে।

শুক্রবার সকালে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে আসার সময়ে মশান বাজারে মিম নামের এক ছাত্রীকে সে উত্ত্যক্ত করেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজাদ জাহান তাকে ১৯৮০ সালের দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়ে এসআই সাদেক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে মিরপুরে ভ্রাম্যমাণ আদালত আফজাল হোসেন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে।
সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কচুয়াদহ বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

(কেকে/পি/নভেম্বর ১৪, ২০১৪)