রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর গ্রামে দেড় কিলোমিটার সড়ক নির্মাণের জন্য এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রামনগর এলাকার ঝিনাই নদীর তীর এলাকায় ওই সড়কে এলাকাবাসী সমাবেত হয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

তেঁতুলিয়া-রামনগর নগর উন্নয়ন কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সরেজমিনে গিয়ে জানা যায়, রামনগর গ্রামের সাতরাস্তা মোড় থেকে ঝিনাই নদীর পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার শতবর্ষী সড়কটি পৌরসভার অন্তর্ভূক্ত হলেও কাঁচা অবস্থায় আছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবে পায়ে হেঁটেও চলাচল করা যায় না। বন্যা হলে ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না। রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না। স্বাভাবিক জীবনযাপন চরমভাবে বিঘ্নিত হয়। এছাড়া বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারকারীরা বসবাস করছে। সড়কের দূরাবস্থার কারণে প্রশাসনের নজরদারি নেই। এতে মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এলাকাটি।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাহাঙ্গীর সেলিম বলেন, এ যেনো বাতির নীচে অন্ধকার। দেড়শতাধিক বছরের প্রাচীন পৌরসভা হলেও এখনো অনেক কাঁচা সড়ক আছে। রামনগরের এ সড়কটি এখনো মান্ধাত্ব আমলের মতো পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এদিকে কোনো নজর দেয় না। অবিলম্বে এ সড়কটি পাকাকরণের দাবি জানান তিনি।

নগর উন্নয়ন কমিটির সভাপতি আক্তারুজ্জামান বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ চলাচল করে থাকেন। মেলান্দহ উপজেলার টগারচর, ঝাউগড়া, চররুহিলীসহ পৌরসভার ১০ গ্রামের মানুষ কৃষি উৎপাদন, পণ্য পরিবহন এবং জামালপুরে শহরের দূরত্ব কম হওয়ায় এ সড়কটি অন্যতম মাধ্যম। তিনি বলেন, জামালপুর শহরে শাকসবজি চাহিদাপূরণে উল্লেখিত এলাকাগুলোতে উৎপাদিত অন্যান্য কৃষি পণ্য এ সড়ক দিয়ে পরিবহন করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী শনিবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে নগর উন্নয়ন কমিটি।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)