নড়াইল প্রতিনিধি : মাদক ব্যবসার সাথে জড়িত রফিকুল ইসলাম (৩৯) নামের ০১জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৯) লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া থানারএসআই সুমন হাওলাদার ও এসআই মীর আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৮ নং কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন নিয়ামতের চায়ের দোকানের সামনে থেকে রফিকুল ইসলামকে (৩৯) গ্রেফতার করে।

এ সময় ওই কারবারীর নিকট থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)