পটুয়াখালী প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের নামে খালেদা জিয়া ঢাল তলোয়ার নিয়ে কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়ে আবারো মানুষ হত্যার ডাক দিয়েছেন।

স্থানীয় আলাউদ্দিন শিশুপার্কে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শুক্রবার সকালে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ।

সম্মেলনের শুরুতে মঞ্চের সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষ হয়। এ সময় চেয়ার ভাংচুরসহ উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে কেন্দীয় নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আধাঘণ্টা পর সম্মেলন শুরু করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সারা বিশ্বের রাষ্ট্র প্রধানদের কাছ থেকে আবারো সমর্থন পেয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি করেছে। নবীনদের কর্মদক্ষ আর প্রবীণদের অভিজ্ঞতা মিলিয়ে আগামী দিনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, চিফ হুইপ আ স ম ফিরোজ, আফজহাল হোসেন প্রমুখ।

এদিকে, বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করার জন্য কাউন্সিলরদের এক সভা অনুষ্ঠিত হবে।

(ওএস/অ/নভেম্বর ১৪, ২০১৪)