স্টাফ রিপোর্টার, ঢাকা : আওয়ামী লীগ নেতাদেরকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আজ বিএনপির হাজার হাজার নেতাকর্মী দিনের পর দিন কোর্টে হাজিরা দিচ্ছেন। কোর্টে এসি লাগান, সময় আসছে, এই কোর্টেই আপনাদের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

৭ নভেম্বরকে জাতীয় দিবস এবং ৫ জানুয়ারিকে ক্ষমা দিবস ঘোষণার দাবি জানান শামসুজ্জামান দুদু।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৭ নভেম্বরের চেতনাকে যারা বিশ্বাস করে না তারা গণতন্ত্রের শত্রু এবং দেশদ্রোহী। ১৯৭১ সালে গণতন্ত্রে উত্তরণের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তা বিনষ্ট হয়। এরপর ৭ নভেম্বর নতুন করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম এর সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।

(ওএস/অ/নভেম্বর ১৪, ২০১৪)