গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপ কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ আজিজুল হক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীসহ আরো অরো অনেকে বক্তব্য রাখেন।

এতে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানী উপজেলার ৩০ জন উদ্যোক্তা ও কৃষক অংশ নেন।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ২৯, ২০২৪)