নওগাঁ প্রতিনিধি : শুক্রবার ভোর রাতে নওগাঁর সাপাহার সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের ছোঁড়া ককটেলে বাংলাদেশী ২ গরুব্যবসায়ী আহত হয়েছে। উপজেলার কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ওপারে ভারতের চানঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলো, সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আবু সামাদের ছেলে ইকবাল হোসেন(৩৫) ও আফজাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম(৩১)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ১০-১২ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভোর রাতে ভারতীয় চানঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের থামতে বলে। কিন্তু গরু ব্যবসায়ীরা না থেমে তাদের হাতে থাকা সব টর্চ লাইট এক সঙ্গে বিএসএফ সদস্যদের চোখে ধরে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে আসতে শুরু করেন। বিএসএফ সদস্যরা এসময় তাদের ওপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে আহত ইকবাল হোসেন ও আমিনুল ইসলামসহ সকল গরুব্যবসায়ীরা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়। আহতদের মধ্যে ইকবাল হোসেনকে আটক করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন আমিনুল ইসলাম পালিয়ে গেছে।

(বিএম/পি/নভেম্বর ১৪, ২০১৪)