আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই শ্লোগানকে সামনে রেখে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আজ শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে উপজেলা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অর্নব সাহা প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়- ১৮বছর পূর্ণ হলেই ভোটার হওয়া যাবে, এটি একটি চলমান প্রক্রিয়া। বছরের সব সময় ভোটার হওয়া যায়। প্রতি বছর বাড়ি বাড়ি গিয়েও ভোটার করা হয়। গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই জাতীয়ভাবে ভোটার দিবস পালন করা হচ্ছে।

অন্যদিকে একই দিন সকালে গৌরনদীতে ভোটার দিবসে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ অন্যান্যরা।

(টিবি/এসপি/মার্চ ০২, ২০২৪)