তপু ঘোষাল, সাভার : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেন্ট্রাল ক্যাম্পিং ২০২৪ এর সনদপত্র বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি একাডেমিতে এই অনুষ্ঠান হয়।

১০ দিনব্যাপী এ অনুষ্ঠানের নবম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিএনসিসি’র একদল চৌকষ ক্যাডেট গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার শেষে প্রধান অতিথি একাডেমি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিএনসিসিও, পিইউও, টিইউওসহ ক্যাডেটদের মাঝে সনদপত্র বিতরণ এবং সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সমগ্র বাংলাদেশ হতে বিএনসিসি’র সেনা, নৌ ও বিমান শাখার সর্বমোট ৬৭১ জন বিএনসিসি ক্যাডেট এ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

ক্যাম্পিংয়ে বিএনসিসি ক্যাডেটদের ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ, ফায়ারিং, সেনা, নৌ ও বিমান বাহিনীর পরিচিতিমূলক ক্লাস, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগে করণীয়সহ বিভিন্ন সামরিক ও অসামরিক বিষয়াবলীর উপরে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি’র সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনসিসি’র সামরিক ও অসামরিক কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং বেসামরিক কর্মচারীগণ।

(টিজি/এসপি/মার্চ ০২, ২০২৪)