দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই পৌর শহরের বড় বাজার সার্ব জনীন দূর্গা মন্দির পরিচালনা কমিটির উদ্দোগে শিবের রুদ্র অবতার, পবন পুত্র, দেবতা শ্রীরাম চন্দ্রের পরমভক্ত মহাবীর শ্রীশ্রী হনুমান এর বাৎসরিক পূজা উৎসব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে দুদিন ব্যাপী এ উৎসবের সমাপ্তি হয়।
শনিবার দুপুর একটায় বড় বাজার মন্দির প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে দুদিন ব্যাপী মহাবীর শ্রীশ্রী হনুমানম দেবতার পুজা উৎসব শুরু হয়।

পূজায় পৌরোহিত্য করেন ধর্মগুরু শ্রী মানিক লাল গোস্বামী।পুজায় বহু ভক্তের অংশ গ্রহনে উৎসব মূখরতা বিরাজ করে। বিকেলে আগত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়েছে। রাতে আরতি শেষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ধর্মগুরু শ্রী মানিক লাল গোস্বামী গীতা পাঠ করেন। এ সময় তার সাথে ছিলেন ধামরাই পৌর বড় বাজরের সার্বজনীণ দূর্গা মন্দির কমিটির সভাপতি ডাঃ অজিত বসাক, বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী সুনীল পাল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত পাল বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ডিসিপি/এসপি/মার্চ ০৩, ২০২৪)