নিউজ ডেস্ক : নকিয়ার নাম পরিবর্তনের কথা আগেই মাইক্রোসফট সংস্থার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল। এবার লুমিয়া সিরিজের ফোনের সফটওয়্যারেও হতে চলেছে পরিবর্তন। লুমিয়া ফোনে এবার মিলবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০।

মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নকিয়ার নাম পরিবর্তন হয়ে বাজারে আসা মাইক্রোসফটের ফোনগুলিতে সফটওয়্যার আপডেট করা হবে। উইন্ডোজ-৮ এর পরিবর্তে এবার লুমিয়াতে আপগ্রেড করা হবে।

ফোনগুলিতে এবার দেওয়া হবে উইন্ডোজ-১০। তবে কবে উইন্ডোজ ১০-এর ফোন বাজারে আসবে সে বিষয়ে কিছু জানান হয়নি সংস্থার পক্ষ থেকে।

(ওএস/অ/নভেম্বর ১৪, ২০১৪)