স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের আজ যে পরিস্থিত, এখানে মানুষের কথা বলার অধিকার নেই। গণতন্ত্র বিপন্ন। মানবাধিকার ভুলুণ্ঠিত।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

রাজনীতিক ও চিন্তক নুরুল হুদা মির্জার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ‘নুরুল হুদা মির্জা স্মৃতি পরিষদ’ এ স্মরণ সভার আয়োজন করে।

নুরুল হুদার স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে আমার প্রথম হাতে খড়ি নুরুল হুদা মির্জার কাছ থেকেই। তিনি ছিলেন সত্যিকার অর্থেই বিরল ব্যক্তিত্বের অধিকারী। এ রকম আত্মমর্যাদা সম্পন্ন মানুষ খুব কমই আমরা দেখেছি।

তিনি বলেন, সমাজকে বদলে দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নুরুল হুদা মির্জা তার জীবনকে উৎসর্গ করে গেছেন। তিনি (নুরুল হুদা মির্জা) সব সময় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। কিন্তু তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পারলেন না। এ কারণে একটা কষ্টবোধ নিয়েই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে।

স্মরণ সভা সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

(ওএস/অ/নভেম্বর ১৪, ২০১৪)