আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নাবিক কল্যান তহবিল ও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করাসহ ১১ দফা দাবিতে আজ সোমবার রাত ১২ টা থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ডাক দিয়েছে। ১১ দফা দাবি বাস্তবায়ন ও শ্রমিকদের কর্মবিরতি সফল করতে সোমবার বেলা ১১ টায় বরিশাল নৌ-বন্দরে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা জানান, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদানের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং কর্মস্থলে দূর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরন ১০ লাখ টাকা নির্ধারন করাসহ তাদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

উল্লেখ্য, বরিশাল নৌ-বন্দর থেকে বরিশাল-ঢাকা রুটে ও বরিশাল থেকে অভ্যন্তরীণ ২০টি রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল করে।

(টিবি/এসপি/মার্চ ০৪, ২০২৪)