স্পোর্টস ডেস্ক : এর আগে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে সেটি এশিয়ান গেমসে। এবার জাতীয় দলেও অভিষেক হয়ে গেলো ২৬ বছর বয়সী জাকের আলির।

শুরুতে তিনি স্কোয়াডেই ছিলেন না। অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম চোটে ছিটকে পড়লে কপাল খুলে জাকের আলি অনিকের। সেই কপাল নিয়ে এবার প্রথম টি-টোয়েন্টিতেই একাদশে সুযোগ পেয়ে গেছেন মিডল অর্ডার এই ব্যাটার।

সবশেষ বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলের দরজা খুলেছে জাকেরের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা।

(ওএস/এসপি/মার্চ ০৪, ২০২৪)