স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

নিহত ইজাফর আলী (৪৫), গাজীপুর মহানগরীর পূর্ব ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে। তিনি এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন, মাঝে মধ্যে অটোরিকশা চালাতেন।

আহতরা হলেন, নিহতের ছেলে ইসমাইল হোসেন ও নিহতের বড় ভাই আজাফফর আলী।

হাসপাতালে চিকিৎসাধীন ভাই আজাফর আলী বলেন, তিনি রবিবার রাত ১১ টার দিকে ভূরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন-চারজন যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তার ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান। এসময় তারা লাঠিসোটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন। পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজাফর আলী মারা যান।

আজাফর আলী আরও বলেন, তাদের সঙ্গে কারো বিরোধ নেই। কেন অভিযুক্ত যুবকরা তাদের উপর হামলা চালিয়েছে বুঝতে পারছি না।

জিএমপির সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিক ভাবে জানা যায় নি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এস/এসপি/মার্চ ০৪, ২০২৪)