কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ সীসা কারখানা বন্ধ করে দেয়ায় উপজেলার জয়নগর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো। সীসা কারখানাটি সীলগালা করে বন্ধের নির্দেশ দেয়া সহ কারখানার সত্বাধিকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে অবৈধভাবে গড়ে ওঠা একটা সীসা কারখানার ধোয়ায় জনস্বাস্থ্য হুমকীর মুখে পড়ায় এলাকাবাসী বিভিন্ন সময় কারখানাটি বন্ধের দাবিতে নানামুখি কর্মসূচী পালন করলেও খারখানার মালিক সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সি বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে আসছিলেন।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। আদালতকে সহযোগিতা করেন বোয়ালমারী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানাটিতে পুরাতন বেটারি ভাঙা উপাদান গলিয়ে সীসা তৈরি করা হতো। সীসা জ্বালানো ধোয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক হুমকীর কারণ হওয়ায় জনৈক হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(কেএফ/এসপি/মার্চ ০৫, ২০২৪)