স্টাফ রিপোর্টার : বইমেলার পর পর প্রতি বছরের মতো এবারও ঘোষণা করা হলো ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪’ বিজয়ীদের নাম।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চ্যানেল আইয়ের কনফারেন্স রুমে ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কমিটির এক সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম জানানো হয়।

এ বছর উপন্যাস, কবিতা, শিশু সাহিত্য, কথাসাহিত্য, প্রবন্ধ সহ ৮টি শাখায় ১০ জনকে দেয়া হচ্ছে এই পুরস্কার।

এরমধ্যে উপন্যাস ‘উপেক্ষীত সীতা’র জন্য হরিশংকর জলদাস, কাব্যগ্রন্থ ‘মুজিবমঞ্জুষা’র জন্য কবি মুহম্মদ নূরুল হুদা, শিশুসাহিত্য শাখা: ছড়া-কবিতায় ‘আনন্দ বাগান’ বইয়ের জন্য রমজান মাহমুদ, গল্প ও উপন্যাসে-‘পাখিদের ঘরবাড়ি’র জন্য সারওয়ার-উল ইসলাম, প্রবন্ধ শাখায় ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ, অন্বেষা, অবলোকন, তত্ত্ব’ বইয়ের জন্য কাজল রশীদ শাহীন, মুক্তিযুদ্ধ ও গবেষণায় ‘১৯৭১ ঢাকা টেলিভিশন’ বইয়ের জন্য আহমেদ রেজাউর রহমান এবং ‘১৯৭১ বধ্যভূমির পথে’র জন্য ড. সেলিনা রশিদ, তরুণ শাখায় ‘খোলস’ এর জন্য ইউসুফ সাকী ব্যানার্জী এবং ‘দহনকাল’ এর জন্য ইয়াসিন আযীজ।

এছাড়া ভার্সেটাইল আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার পাচ্ছেন গীতালি হাসান। ‘ক-এ কাশ্মীর ক-তে ক্র্যাবি’ বইয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৪)