শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে বকশীগঞ্জ পৌর এলাকায় রহিমা সালাম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবু তাহের।

অত্র বিদ্যালয়ে অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপত্বিতে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.মোঃদিদারুল ইসলাম, গাজী আমানুজ্জামান মর্ডান কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম লাকী, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, এনএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ অত্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী, অবিভাবক, সূধীজন, স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন খেলা ধূলায় অংশ গ্রহণ কারী শিক্ষ্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

(এসপি/এসপি/মার্চ ০৬, ২০২৪)