গোপালগঞ্জ প্রতিনিধি : ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে নকল মেহেদী কারখানায় হানা দিয়ে বিপুল পরিমান মেহেদী তৈরীর উপকরণ উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। পরে এসব উপকরণ ধ্বংস করে কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে মেসার্স নুর কসমেটিকসে আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দি গ্রামের মেসার্স নুর কসমেটিকসের কারখানায় নকল মেহেদী তৈরী করা হচ্ছিল। কারখানার মালিক মোঃ নিরু মিয়া নামী দামী কোম্পানীর মোড়ক ব্যবহার করে নকল মেহেদী প্রস্তুত করছিলেন। তিনি ঈদকে সামনে রেখে এসব নকল মেহেদী বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে জনস্বার্থে এ অভিয়ান চালিয়ে নকল মেহেদী তৈরীর কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে নামী দামী মেহেদী কোম্পানীর মোড়ক, রং, কেমিক্যাল সহ মেহেদী তৈরীর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে এসব উপকরণ ধ্বংস করে কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত । ওই কর্মকর্তা আরো বলেন, ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ অভিযান পরিচালনা করা হয়।

(এমএস/এএস/মার্চ ০৭, ২০২৪)