স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

৯ মার্চ ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, জরুরি সেবা বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি আজ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ক্ষমতাসীনরা বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইনডেমনিটি আইন তৈরি করেছে।

তিনি বলেন, গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৪)