ঈশ্বরদী প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে পালন হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে কর্মসূচি পালন করছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও অংগ ও সহযোগী সংগঠন। এছাড়া আলাদাভাবে উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এবারে ভিন্ন আবহে পালন হচ্ছে ঐতিহাসিক এদিনটি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এসময় এমপি গালিব শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর এ ভাষণের আহব্বানেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি।

পরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম খান, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, সহকারি কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবীর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরফি তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/মার্চ ০৭, ২০২৪)