স্টাফ রিপোর্টার : হাসপাতালে নিয়মবিধি না মানলে জরিমানার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ডেন্টাল সার্জন্স-বিডিএস ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আসন সংখ্যা বাড়িয়ে দিলাম কিন্তু মানসম্মত শিক্ষক বা ট্রেনিং দেওয়ার মতো কেউ না থাকলে সেই আসন বাড়ানোর পক্ষে আমি না। যখন দেখব মানসম্মত চিকিৎসক আছেন, পড়াশোনার ভালো পরিবেশ আছে, ভালো মানের ডাক্তার আছে তখনই আমি আসন বাড়াব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সংসদেই (স্বাস্থ্য) সুরক্ষা আইন পাস করতে চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমি ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছি এটা নিয়ে। রমজান মাসজুড়ে আমি মিটিং করব এবং আগামী সংসদেই যেনো এটা পাস করতে পারি সেই চেষ্টা করব।

তিনি আরও বলেন, হাসপাতালে নিয়মবিধি মেনে ক্যাফেটেরিয়া নির্মাণ করতে হবে। অভিযানে ক্যাফেটেরিয়ার অবস্থান, আউটলেট, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা সেগুলো দেখা হবে।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৪)