সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানায় জাহাঙ্গির হেসেন (২২) নামে অটোরিক্সা চালককে শ্বাসরোধে হত্যা করে একটি সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতের কোন এক সময়ে থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গির হোসেন জেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক মোনারপুর গ্রামের তজিমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিএনজিচালিত একটি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গির হোসেন।

পরে শনিবার সকাল নয়টার দিকে নলকা ইউনিয়নের এরান্দহ কবর স্থানের সামনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সকাল দশটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিএনজি অটোরিক্সা ছিনতাই করার জন্যই জাহাঙ্গিরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে

(এসএস/এসসি/নভেম্বর১৫,২০১৪)