স্টাফ রিপোর্টার :আজ শনিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে ‘যুব জাগরণের ডাক’ দিয়েছে সংগঠনটি।
সমাবেশে পাঁচ লাখের বেশি যুবকের সমাবেশ ঘটাতে চায় দলটি।

জানা গেছে, অনুষ্ঠানের মঞ্চেই থাকবে পাঁচশ চেয়ার, যেখানে আমন্ত্রিত অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের সকল জেলা যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকরা বসবেন। এছাড়া প্যান্ডেলের ভেতরে থাকবে ২০ হাজার চেয়ার, যেখানে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা বসবেন।

এ অনুষ্ঠানে মধ্যদিয়ে আওয়ামী যুবলীগ নতুন যুব জাগরণ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মো. ওমর ফরুক চৌধুরী।




১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে এই সংগঠনের জন্ম হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী।



(ওএস/এসসি/নভেম্বর১৫,২০১৪)