রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে শহরে বর্নাঢ্য র‍্যালী শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফুর রহমান। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তারা বলেন, কৃষি জমির পরিমান দিন দিন কমে আসছে। এটি রোধ করতে হবে। এছাড়া প্রতিকূল আবহাওয়া সহনশীল নানা জাতের ফসল সহ বিভিন্ন প্রযুক্তির বিষয়েও কথা বলেন তারা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

(আরকে/এসপি/মার্চ ০৯, ২০২৪)