নড়াইল প্রতিনিধি : লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে পৈতৃক ভিটায় দুর্বৃত্তদের হামলায় নিহত মাংস ব্যবসায়ী  হুমায়ুন ঠাকুর ওরফে হুমাই ঠাকুরের (৫০) জানাজা রবিবার ( ১০ মার্চ) সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

গত ৫ মার্চ রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন লক্ষীপাশা চৌরাস্তা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হুমায়ুন ঠাকুর ওরফে হুমাই ঠাকুর (৫০) ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ মার্চ) সকাল ৯ টার দিকে মারা যায়।

এ দিন রাতে নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে আনা হয়। এ সময় নিহতের স্বজন ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে পড়ে।

নিহত হুমাই ঠাকুরের বর্তমান বাড়ি লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের কচুয়াবাড়ি এলাকার মৃত. নিরু ঠাকুরের ছেলে। তার পৈতৃক বাড়ি ছিল উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। তিনি মূলত পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন।

এ ঘটনায় বুধবার (৬ মার্চ) নিহত হুমাই ঠাকুরের আপন ভাই মতিন ঠাকুর বাদী হয়ে ১১ জনসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৭/৬১।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় জানান, এ ঘটনায় ৬ মার্চ দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এএস/মার্চ ১০, ২০২৪)