স্টাফ রিপোর্টার :ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চতুর্থ দিনের মতো   টানা অনশন চলছে। এ অনশনে এখন পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে এখন পর্যন্ত অর্ধ-শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। তারা সবাই ভর্তির সুযোগ চেয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের সাফ কথা তাদের দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হুট করেই কেউ হরণ করতে পারে না। আমরা তো ভর্তির জন্য আন্দোলন করছি না, আমরা ভর্তি পরীক্ষা দিতে আন্দোলন করছি।’

তাদের এ আন্দোলনকে ন্যায্য দাবি করে বিউটি আক্তার নামের আরেক আন্দোলনকারী বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেই আমরা আমাদের শরীর থেকে স্যালাইনের সিরিজ খুলে কলম নিয়ে পরীক্ষার টেবিলে বসবো। যতক্ষণ প্রাণ আছে আমরা আন্দোলন করেই যাবো।’

গত ১২ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আন্দোলনে নেমে পড়ে। তারা সেইদিন থেকেই শহীদ মিনারের বেদিতে অবস্থান করছে।



(ওএস/এসসি/নভেম্বর১৫,২০১৪)